ডায়ালসিলেট ডেস্ক: ঐতিহাসিক কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৮টি দানবাক্স খোলা হয়েছে। ১২ বস্তা টাকা পাওয়া গেছে ৮টি দানবাক্স থেকে। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মসজিদ কমিটিসহ ব্যাপক নিরাপত্তাব্যবস্থার মধ্যে চলছে টাকা গণনা।
Thank you for reading this post, don't forget to subscribe!জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মসজিদ কমিটিসহ ব্যাপক নিরাপত্তাব্যবস্থার মধ্যে শনিবার সকাল পৌনে ৯টার দিকে সিন্দুকগুলো খোলা হয়।
টাকা গোনা শেষ হতে বিকেল হয়ে যাবে। টাকা গোনা শেষ হলে হিসাব করে ব্যাংকে জমা রাখা হবে। এর আগে সর্বশেষ গত ২৩ জানুয়ারি দান সিন্দুক খোলা হয়েছিল। তখন সর্বোচ্চ দুই কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গিয়েছিল বলে জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ, মো. ইব্রাহিম ও মো. উবায়দুর রহমান শাহেল।
সূএ:বিডি-প্রতিদিন

