প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২১
স্পোর্টস ডেস্ক::
এর আগে অনেক ভালো খেলেও জয় না পাওয়া স্পেন আজ আবারও ব্যর্থ। প্রথম খেলায় সুইডেনের বিপক্ষে সর্বোচ্চ পাসের রেকর্ড গড়েছিল স্পেন। সেদিন গোলশূন্য ড্র ছিল ম্যাচের ফল। আজ কিন্তু গোলের দেখা মিলেছিল। কিন্তু মিললে কি হবে আবারও জিততে ব্যর্থ স্পেন।
শনিবার অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘ই’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র করে স্পেন-পোল্যান্ড।
পুরো খেলার প্রায় ৭৭ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেও জয়ের জন্য যথেষ্ট গোল করতে পারেনি স্পেন।
খেলায় স্পেন বল পাস করে মোট ৭০৭ টি। আর পোল্যান্ড করে ২১৯টি পাস। স্পেন লক্ষ্যে শট নিতে পেরেছে ৫টি আর পোল্যান্ড নিয়েছে ২টি।
শনিবার স্পেনের দ্বিতীয় ম্যাচে ২৫ মিনিটের মাথায় আলভারো মোরাতার পা থেকে গোলের মুখ দেখে স্পেন। প্রথমে গোলটি দেয়া না হলেও পরে ভিএআর (VAR) পদ্ধতিতে গোল দেন রেফারি।
অপরদিকে ৫৪ মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে সমতায় ফেরে পোল্যান্ড।
দুই ম্যাচেই জয়বঞ্চিত থেকে ‘ই’ গ্রুপে টেবিলের তিনে নেমে গেল স্পেন, গ্রুপের তলানিতে পোল্যান্ড।
এ পর্যন্ত দুটি ম্যাচে স্পেন সংগ্রহ করতে পেরেছে ২ পয়েন্ট। আর পোল্যান্ডের সংগ্রহ দুই ম্যাচে ১ পয়েন্ট।
এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech