ডায়ালসিলেট ডেস্ক: রোববার সকালে আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে তথ্য দিয়েছে যে;রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ ও কাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে; তবে পরশু অর্থ্যাৎ মঙ্গলবার এই বৃষ্টিপাত কিছুটা কমবে।
Thank you for reading this post, don't forget to subscribe!২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর বলছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অর্থ্যাৎ আগামী ৭২ ঘণ্টা মঙ্গলবার বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।
মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে, বলে আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে্।
সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জে ১১১ মিলি মিটার। আর ঢাকায় হয়েছে ৩১ মিলি মিটার। রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসেব অনুযায়ী।
সূএ:সমকাল

