বিনোদন ডেস্ক;:পুরুষ-নারীর সম্পর্ক, যৌনতা নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এই যৌনাচারের শিকার বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদেরই হতে হয় বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একাধিকবার এই ধরণের ঘটনা দেখে দেখে এক একসময় তার মনে হত সমাজে যেন নারী হয়ে জন্মানোটাই ভুলের৷ তিনি আরও বলেন, সবসময় যে পুরুষরাই এই ঘটনায় দায়ী হয় তা নয়। অনেক সময় মহিলারাও নিজেদের সেভাবেই দেখে থাকেন। তাদের মানসিকতাই সেভাবে তৈরি হয়ে যায় ছোট থেকে। সমাজ তাদের সেভাবে তৈরি করে দেয় বলেই, এই সমস্যার মূল খুব গভীরে চলে গিয়েছে। অভিনেত্রীর কথায়, তিনি নিজেও এই ধরণের ঘটনার সম্মুখীন হয়েছেন। আর সেই সময় তিনি বহুবার ভেবেছিলেন যে হয়ত মেয়ে হয়ে জন্মটাই ভুল হয়েছে।

নিজেকে বহুবার মেয়ে হিসেবে মূল্যায়নে ভুল করেছেন তিনি এমন বিস্ফোরক অভিযোগ করেছেন নিজের বিরুদ্ধেই। বিদ্যা জানান এই মানসিকতাকে ভাঙতে তিনি ‘তুমহারি সাল্লু’ ছবিটিতে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রসঙ্গত ছবিটি দর্শকদের মনেও যথেষ্ট ছাপ ফেলেছিল। সম্প্রতি মুক্তি পাওয়া ‘শেরনি’ ছবিটি নিয়েও তিনি যথেষ্ট আশাবাদী এমনটাই বলেছেন।

এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *