ডায়ালসিলেট ডেস্ক: থাইল্যান্ডের হুয়া সিন শহরে ঘটেছে একটি ঘটনা। গভীর রাত।বাঢ়ির সবাই গভীর ঘুমে। ঘুম ভেঙে যায় হঠাৎ করেই জোরে শব্দে বাড়ির মালিকের।রান্নাঘর থেকে শব্দ আসছিল। রান্নাঘরে উঁকি মেরেই বাড়ির মালিক দেখতে পান, বিশাল এক বুনো হাতি। খাবারের খোঁজে রান্নাঘরে ঢুকে পড়েছে হাতিটি।
বাড়ির বাসিন্দা রতচদাওয়ান শব্দ পেয়ে ছুটে যান রান্নাঘরে। এরপর দেখতে পান, বিশাল এক হাতি সুর দিয়ে রান্নাঘরে খাবার খুঁজছে বলে জানা যায়।

এই পুরুষ হাতিটির নাম বুনচুয়ে। রান্নাঘরের প্ল্যাস্টিকের ব্যাগসহ অনেক কিছুই চিবিয়ে খেয়েছে সে। আর এমন দৃশ্যের ভিডিও নিজের মোবাইলে ধারণ করেন রতচদাওয়ান।

হাতির এ ধরনের কাণ্ডে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা।সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়।

পার্কের একজন কর্মকর্তা বলেন, থাইল্যান্ডের কায়েং ক্র্যাঞ্চন জাতীয় উদ্যানের বুনচেয়ে হাতিটি প্রায় সময় বেরিয়ে যায়। লোকালয় থেকে খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে গেছে সে।

বর্ষার মৌসুম হওয়ায় হাতিরা যথেষ্ট নোনা খাবার পায় না। এজন্য খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে বলছে, সে দেশের বন বিভাগ।
সূত্র: জিংনিউজ

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *