ডায়ালসিলেট ডেস্ক: স্পেন যেনো গোলের বন্যায় ভাসিয়ে দিলো স্লোভাকিয়াকে। ৫-০ গোলে উড়িয়ে দিয়ে রাউন্ড অব সিক্সটিনে নিজেদের জায়গা করে নিলো স্প্যানিশরা।
Thank you for reading this post, don't forget to subscribe!স্পেন নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোর কোনো এক নির্দিষ্ট ম্যাচে পাঁচ গোলের দেখা পেল । স্পেন আগের ২ ম্যাচেই ড্র করেছিল। সমালোচনা হয়েছিল অনেক। শেষ ম্যাচে বড় জয় নিয়েই কোয়ালিফাই করলো স্পেন।
স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেন।বোর্ন কুইপারস ১০ মিনিটে নিজেদের বক্সের মধ্যে কোকেকে ফেলে দেন। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতার নেওয়া পেনাল্টিটি ঠেকিয়ে দেন দুবরাভকা।
ই-গ্রুপ থেকে সুইডেন ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন আর ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে স্পেন।
ডি.এস/সাবিহা

