সিলেটে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

সিলেটে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল

ডায়ালসিলেট ডেস্ক:বিগত ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনকে ‘ভোট ডাকাতির’ নির্বাচন উল্লেখ করে এর এক বছর পূর্তিতে একে ‘কালো দিবস’ হিসেবে সিলেটে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের করেছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণ থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক মো. নাবিল এইচের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, সিপিবি সাধারণ এডভোকাট আনোয়ারার হোসেন সুমন, ইউসিবিএল এর এম এ হাসিব। সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা সিপিবি সভাপতি হাবিবুল ইসলাম খোকা, জেলা খায়রুল হাসান, নিরঞ্জন দাশ খোকন, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন ও প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সুশান্ত সিনহা সুমন ও রেজাউর রহমান রানা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গত বছর ৩০ ডিসেম্বর এক নজিরবিহীন ভোট ডাকাতি-ভোট জালিয়াতির মধ্য দিয়ে গঠিত সংসদ ও সরকার এক বছর পার করছে। আওয়ামী দুঃশাসন আজ দেশে চুরি, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার, চাঁদাবাজি, দখল-জবরদখল, দলীয়করণ- দলবাজি, স্বেচ্ছাচারিতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। এসময় বক্তারা জনগণের সংগ্রামী ঐক্য জোরদার করে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলা ও আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন হঠানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান। সমাবেশ থেকে বক্তারা- ঢাকায় বামজোটের কর্মসূচিতে পুলিশী হামলায় নেতাকর্মীদের আহত করার তীব্র প্রতিবাদ জানান এবং এর প্রতিবাদে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ