ডায়ালসিলেট ডেস্ক;: শিশু-সাহিত্যের নাম নিলেই তরুণদের মধ্যে যার নাম আগে আসে তিনি হলেন জনপ্রিয় লেখক শাম্মী তুলতুল। তিনি একজন কথাসাহিত্যিকও। লিখেছেন ১৫ টি বই। পাঠক মাতিয়েছেন চোরাবালির বাসিন্দা, মনজুয়াড়ি, পদ্মবু, চাঁদে বেড়ানোর পাসপোর্ট, ভূত যখন বিজ্ঞানী, কচ্ছপ রাজার রাজপ্রাসাদ এসব বেস্ট সেলার বই লিখে।এবারে তিনি নতুন অধ্যায়ে পদার্পণ করেছেন। তারই কাহিনী ও রচনায় নির্মিত হচ্ছে “ভূতের নাটক লাল শরবত”।নাটকটির নির্বাহী প্রযোজক হলেন প্রশান্ত দাস কথা আর পরিচালনা করেছেন হুমায়ূন কাবেরী। পুবাইলে এই নাটকের শুটিং চলছে। খুব শীগগির নাটকটি সিটিটিভিতে প্রচারিত হবে। সিটিটিভির প্রযোজক প্রশান্ত দাস কথা বলেন, আমরা প্রথমবার তুলতুলের লিখা ভূতের গল্প নিয়ে কাজ করছি। গল্পের প্লট আমাদের খুব ভালো লেগেছে। তাই তার লাল শরবত গল্পটি আমরা সিলেক্ট করেছি।এই প্রসঙ্গে তুলতুল বলেন, আমি খুব এক্সাইটেড আর প্রশান্ত দাদার কাছে কৃতজ্ঞ। একটি নতুন পথে যাত্রা শুরু করতে পেরে অন্যরকম ভালো লাগছে। অভিনয় করার ইচ্ছে আছে কিনা জানতে চাইলে তুলতুল বলেন, এখনো ভাবিনি তবে অফার পাচ্ছি অনেক। সব ঠিক থাকলে ইচ্ছে আছে ইনশাআল্লাহ।
Thank you for reading this post, don't forget to subscribe!এম/

