ডায়ালসিলেট ডেস্ক:দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গণিগঞ্জ এলাকা থেকে ১০৫ লিটার চোলাইমদসহ মো. আব্দুল হান্নান (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল হান্নান গণিগঞ্জ গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী মো. আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় দেশীয় তৈরী চোলাইমদ এলাকার যুব সমাজের লোকজনদের কাছে বিক্রয় করে আসছিল। রবিবার (২৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক ব্যবসায়ী আব্দুল হান্নানকে আটক করেন। আটককালে তার কাছ থেকে বিভিন্ন বোতলে ২ বস্তা ভর্তি ১০৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় যার আনুমানিক বাজারমূল্য ৫১,৫০০ টাকা। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম তালুকদার জানান, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।