ডায়ালসিলেট ডেস্ক::

আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। খোলা থাকবে বেশির ভাগ শাখা ও উপশাখা। তবে বৃহস্পতিবার থেকে ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন আসবে। তখন ব্যাংকের কোন কোন শাখা খোলা থাকবে, বুধবারের মধ্যে সেই সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় ব্যাংক।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার সোমবার থেকে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আর বৃহস্পতিবার সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে।
বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গত ১৩ এপ্রিলের সিদ্ধান্ত অনুযায়ী কোন কোন শাখা খোলা রাখা যাবে এবং সীমিতসংখ্যক কর্মকর্তা দিয়ে শাখা পরিচালনার নির্দেশনা আছে। এ ছাড়া ব্যাংক কর্মকর্তাদের পরিবহনের ব্যবস্থা করার জন্যও ব্যাংকগুলোকে বিভিন্ন সময় নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বুধবার পর্যন্ত ব্যাংকগুলো কীভাবে চলছে, তার জন্য নতুন করে কোনো নির্দেশনা আসবে না। তবে বৃহস্পতিবার থেকে ব্যাংক সেবা সীমিত হয়ে যাবে।

গত বছর করোনা সংক্রমণের শুরু থেকে সীমিত পরিসরে ব্যাংক সেবা চালু আছে। তবে বিভিন্ন সময়ে সেবার সময়সীমা পরিবর্তন করা হয়েছে। এবারও সীমিত আকারে সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

এম/

সূত্র : প্রথম আলো

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *