ডায়ালসিলেট ডেস্ক;:
Thank you for reading this post, don't forget to subscribe!ভারত থেকে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ জুন) রাত সাড়ে ৯টার সময় সিলেটের তামাবিল স্থলবন্দরের পিছন দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, আটক ৩১ বছর বয়সী নাইজেরিয়ান নাগরিকের নাম ওনিবুকুউউউ স্ট্যালি ইজিডাব্লু (ONYEBUCHUKWU STANLEY EGWU)। তার পাসপোর্ট নাম্বার A10342855।
সিলেট ৪৮ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার মো. সুরুজ মিয়ার নেতৃত্বে একদল বিজিবি তামাবিল স্থলবন্দরের পিছনে অবস্থান নেয়।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে ওই নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তবে সতর্ক বিজিবি জোয়ানরা তাকে ধাওয়া করে আটক করে ফেলেন।
তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এম/

