Last updated on জুলাই ২, ২০২১ at ০৮:৪৩ অপরাহ্ণ
Thank you for reading this post, don't forget to subscribe!ডায়ালসিলেট ডেস্ক;: লকডাউনে বন্ধ থাকবে সিলেট-৩ আসনের নির্বাচনী প্রচারণা। এই সময়ে প্রার্থীদের দিকেও চোখ থাকবে প্রশাসনের। লকডাউন ভেঙে কার্যক্রম চালালে নেয়া হবে আইনি ব্যবস্থাও। সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন চলাকালে কোনো প্রার্থীই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। তাদেরকেও লকডাউনে ঘরবন্দি থাকতে হবে। গণজমায়েত করে কোনো ধরনের চালানো বা নির্বাচনী অনুষ্ঠানের আয়োজন করা যাবে না বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।
এ বিষয়ে পরিপত্র গতকাল সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে এসে পৌঁছেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি হওয়া ৪ প্রার্থীকে ইতিমধ্যে সিলেটের নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ইসরাইল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সিলেট-৩ আসনে লকডাউন চলাকালে নির্বাচনী প্রচারণার বিধিনিষেধ সংক্রান্ত একটি পরিপত্র নির্বাচন কমিশন থেকে সিলেটে এসেছে।
এম/

