ডায়ালসিলেট ডেস্ক :: কোভিড-১৯ সংক্রমণ রোধে সারা দেশে সর্বাত্মক লকডাউন চলাকালে চট্টগ্রাম মহানগরীর রাস্তায় চলাচলকারী মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো আরোহী নেওয়া যাবে না।

আগামীকাল বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বন্দরনগরীর জনসাধারণের মধ্যে করোনাভাইরাসের বিস্তার রোধে এ নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপির)। খবর বাসসের।

সিএমপি সূএ জানায়, করোনাভাইরাস সংক্রমণের ঢেউ মোকাবিলায় ইতোমধ্যে সরকারিভাবে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। এরূপ পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহারে একাধিক আরোহী নিয়ে চলাচলে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না।

পাশাপাশি বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে চলাচলে একই হেলমেট একাধিক ব্যক্তি ব্যবহার করে থাকেন, যা করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি করছে।

নগরীর জনসাধারণকে এমতাবস্থায় মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে সিএমপি অনুরোধ জানিয়েছে।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *