ডায়ালসিলেট ডেস্ক::

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দিনদিন আক্রান্তের সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩জন। আর আক্রান্ত হয়েছেন ২৬২জন।

বুধবার (৩০ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬২জন। তারমধ্যে সিলেটে ১৫৩ জন,  হবিগঞ্জের ৩১ জন, সুনামগঞ্জের ২৭ জন, মৌলভীবাজারের ২৫ জন ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২৬ জন।

এনিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৭৮২ জনে। তাদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৪৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৯৫ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭৪৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৯৯৬ জন।

একই সময়ে সুস্থ হয়েছেন ৭৭ জন। তাদের মধ্যে সিলেট জেলার ৬৭ জন,  মৌলভীবাজারের ১০জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭৩ জনে। তারমধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮২০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৪২ জন।

এদিকে  সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন । তাদের মধ্যে ২ জন সিলেটের ও একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এনিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭১ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩৮৪ জন, সুনামগঞ্জের ৩৩ জন, হবিগঞ্জের ১৯ জন ও মৌলভীবাজারের ৩৫ জন।

এদিকে সিলেট বিভাগের চার জেলা মিলে ৩৪৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের ৩২৭ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এছাড়া সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজাওে ৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *