ডায়ালসিলেট ডেস্ক::বিধিনিষেধ ভঙ্গ করে লকডাউন চলাকালীন ঘরের বাইরে বের হওয়ার অপরাধে রাজধানীতে ৩২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে ২০৮ জনকে। বিধি ভঙ্গ করে গাড়ি নিয়ে বের হওয়ার কারণে ট্রাফিক সংক্রান্ত মামলা হয়েছে ২১৯টি। জরিমানা করা হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে ডিএমপির এডিসি (গণমাধ্যম ও জনসংযোগ) মো. ইফতেখারুল ইসলাম জানান, সরকার লকডাউন বাস্তবায়নে যে নিদের্শনা দিয়েছে তা শতভাগ বাস্তবায়ন করতে পুলিশ কাজ করছে করছে। লকডাউন কার্যকর করার ক্ষেত্রে পুলিশ বদ্ধ পরিকর।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রসঙ্গত, করোনা সংক্রমণরোধে বৃহস্পতিবার থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৭ জুলাই পর্যন্ত চলবে এই লকডাউন।
তবে প্রয়োজনে এর মেয়াদ বাড়তে পারে বলেও ইংগিত দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
এম/৫

