ডায়ালসিলেট ;:কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সিলেট জেলা প্রশাসনের ন্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) তৎপরতাও ছিলো চোখে পড়ার মত।শুক্রবার সকাল থেকে লকডাউন বাস্তবায়নে পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা গেছে, লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় এসএমপি পুলিশ বিভিন্ন যানবাহনকে ৯৪টি মামলা এবং ১১৬টি যানবাহন আটক করে। মামলা দেওয়া যানবাহনের মধ্যে সিএনজি অটোরিকশা ১০টি, মোটরসাইকেল ৬৭টি, প্রাইভেটকার ১১টি, অন্যান্য যানবাহন ৬টি রয়েছে।এছাড়া আটকের মধ্যে সিএনজি অটোরিকশা ১৩টি, মোটরসাইকেল ৫২টি, প্রাইভেটকার ৯টি ও অন্যান্য যানবাহন ৪২টি রয়েছে।
ডায়ালসিলেটেএম/১০

