ডায়ালসিলেট ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গে একটি সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ৯টার দিকে উত্তর ২৪ পরগনার লেকটাউনের জয়া সিনেমা হলে এ আগুন লাগে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগুন লাগার পর প্রেক্ষাগৃহেরই নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেয়। এর মধ্যেই পুরো সিনেমা হলে আগুন ছড়িয়ে পড়ে।

সিনেমা হলের এক কর্মী জানিয়েছেন, ভবনের চার তলায় প্রথম আগুন দেখা দেয়। সেখানে একটি ঘরে থাকেন হলের নিরাপত্তাকর্মী ও তার স্ত্রী। আগুনে আহত হয়েছেন তার স্ত্রী। এছাড়া আরও একজন আগুনে দগ্ধ হয়েছেন।

আগুনে সিনেমা হলের ভেতরে সবকিছু পুড়ে গেছে।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *