প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১২ জনের মধ্যে ১ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১০ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া একজন করোনা নেগেটিভ হলেও করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়। মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, ৩ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার, নাটোর জেলার ১ জন, নওগাঁ জেলার ১ জন ও পাবনার ১ জন রোগী ছিলেন।
রামেক হাসপাতালটিতে গত তিনদিনে মোট ৬৩ জনের মৃত্যু হলো। এছাড়া গত জুনে ৪০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ছিলেন ১৮৯ জন। বাকিরা করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ৭৭ জন নতুন রোগী রামেক হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজশাহীর ৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নাটোরের ১২ জন, নওগাঁর ৮ জন, পাবনার ১২ জন ও বগুড়া জেলার ১ জন রয়েছেন। বর্তমানে ৪৮৫ জন চিকিৎসা নিচ্ছেন। তবে রামেক হাসপাতালে করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪০৫টি।
এদিকে শনিবার (৩ জুলাই) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে মোট ৫৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার রাজশাহী জেলায় বেড়ে আবারও ৩৩ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৪৭ শতাংশে নেমেছে।
ডায়ালসিলেট/এম/এ/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech