ডায়ালসিলেট ডেস্ক :: সম্প্রতি ইউক্রেনের নারী সেনাদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, ইউক্রেনের কিছু নারী সেনা হিল জুতা পরে কুচকাওয়াজের ট্রেনিং করছেন। ছবিগুলো সামনে আসার পর থেকেই সেগুলো নিয়ে প্রবল সমালোচিত ইউক্রেন সরকার।
Thank you for reading this post, don't forget to subscribe!আগামী মাসেই স্বাধীনতার ৩০ বছর উদযাপন করতে চলেছে ইউক্রেন। এর জন্যই কুচকাওয়াজের ট্রেনিং চলছিলো। নারী সেনাদের হিল জুতো পরে কুচকাওয়াজের ট্রেনিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফেই। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
এই ছবি শেয়ার করে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লেখা হয়েছে, প্রথমবার হিল জুতায় প্রশিক্ষণ হচ্ছে। সামরিক বাহিনীতে যে জুতো পরে থাকা হয়, সেই জুতোর তুলনায় এগুলো কিছুটা শক্ত। ছবি শেয়ারের পরেই ইউক্রেনে শোরগোল পড়ে যায়।
ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতা এ ব্যাপারে সংসদে ক্ষোভ প্রকাশ করেন। শনিবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।
গলোস পার্টির নেতা ইনা সোভসান বলেন, এই ক্ষতিকারক, বোকার মতো চিন্তা কল্পনা করাও কঠিন।
তিনি জানান, হিল পরে কুচকাওয়াজ করা অত্যন্ত কঠিন ও স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ।
প্রসঙ্গত, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ইউক্রেন আলাদা দেশে পরিণত হয়। তাঁদের নিজস্ব সেনাবাহিনী রয়েছে। এই সেনাবাহিনীতে ৩১ হাজার নারী সদস্য রয়েছেন। এদের মধ্যে ৪০০০ হাজারের বেশি সংখ্যক রয়েছেন সেনা অফিসার পদে।
ডায়ালসিলেট/এম/এ/

