ডায়ালসিলেট ডেস্ক :: কানাডার পর এবার ব্রিটেনের সমুদ্রসৈকতে ষষ্ঠ শতাব্দীর একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।এখানে প্রায় ২০০ মানুষের কঙ্কাল আবিষ্কৃত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!কঙ্কালগুলো ওই কবরস্থানে ১ হাজার বছরেরও বেশি সময় ধরে রয়েছে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। শুক্রবার এ তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম মেট্রো।
কোনোভাবে যেন সমুদ্রের পানিতে ভেসে যেতে না পারে, সেই সাবধানতা অবলম্বন করেই কঙ্কালগুলো খুব সুন্দরভাবে সংরক্ষিত ছিল।
ওয়েলসে পেমব্রোকশায়ারের সেন্ট ডেভিডের কাছে ব্লু ফ্লাগ সৈকতে এসব কঙ্কাল অল্প বালুর নিচে আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা।
ধারণা করা হয়, প্রথম দিকের খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের কঙ্কাল এগুলো। কারণ, সেখানে যেসব কঙ্কাল আবিষ্কার করা হয়েছে তার প্রতিটির মাথা ছিল পশ্চিম দিকে। কঙ্কালের সঙ্গে আর কোনো কিছু পাওয়া যায়নি।
খ্রিস্টানদের প্রথমদিকে যেভাবে সমাহিত করা হতো, সেই রীতি অনুসরণ করা হয়েছে এক্ষেত্রে।
কিন্তু এলাকাটি যাতে সমুদ্রে বিলীন হয়ে না যায়, সেজন্য একে সংরক্ষণের চেষ্টা করে যাচ্ছে ডাইফেড আর্কিওলজিক্যাল ট্রাস্ট এবং ইউনিভার্সিটি অব শেফিল্ডের একটি দল। প্রত্নতত্ত্ববিদ জেনা স্মিথ বলেছেন, বিষয়টি বাস্তবিকই খুব গুরুত্বপূর্ণ।
ডায়ালসিলেট/এম/এ/

