ডায়ালসিলেট ডেস্ক::নরসিংদীর পলাশ উপজেলায় অজ্ঞাত পরিচয়ে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১টার দিকে ঘোড়াশাল-টঙ্গী মহাসড়কের ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কদমতলা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স ১২ ও অপরজনের বয়স ১৪ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম।

তিনি জানান, রাতে সড়কের মাঝে মরদেহগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে— রাতে কোনো একসময় ভারি কোনো যানবাহনের আঘাতে তাদের মৃত্যু হয়েছে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম জানান, মরদেহগুলোর সঙ্গে সড়কে পড়ে থাকা দুর্ঘটনাকবলিত একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে— তারা দুজন বাইসাইকেলে সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ভারি কোনো যানবাহন তাদের চাপা দেয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ডায়ালসিলেটএম/১৫

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *