১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

৩৩৩ নম্বরে ফোন করলে খাদ্য পৌঁছে যাবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

৩৩৩ নম্বরে ফোন করলে খাদ্য পৌঁছে যাবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

ডায়ালসিরেট ডেস্ক :: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, অন্ন নিশ্চিত করছে সরকার। যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে এবং যথেষ্ট অর্থও আছে। যে কারও খাদ্যসংকট দেখা দিলে তাকে ৩৩৩ নম্বরে ফোন করতে বলুন, খাদ্য চলে যাবে। সরকার প্রবর্তিত এই ব্যবস্থার সুবিধা নিতে জানতে হবে, সবাইকে জানাতে হবে।

এই ব্যবস্থার সুযোগ না নিয়ে খাদ্য নিয়ে হাহাকার করার কোন সুযোগ নেই। আবার সেই সাথে জনপ্রতিনিধিদের তাদের নিজস্ব এলাকায় এই ব্যবস্থার সুবিধা সম্পর্কে তথ্য পৌঁছে না দিয়ে লোক সমাগম করে খাদ্য বিতরণ থেকে বিরত থাকা উচিত।

৩৩৩ তে ফোন করে খাদ্য সামগ্রী না পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। মনে রাখবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজের মুখে বলেছেন ‘একটি মানুষও অনাহারে থাকবেনা’। সূত্র :মানবজমিন