ডায়ালসিলেট ডেস্ক :: সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি কোনো প্রকার উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।
বীরেন শিকদারের ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস) শিশির সরকার জানান, শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছেন তিনি। মঙ্গলবার চিকিৎসকের পরামর্শ নিলে তাকে কোভিড-১৯ করোনা টেস্ট করতে বলা হয়। পরে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রাতেই ফল পজিটিভ আসে বলে চিকিৎসারা জানান।
তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। তিনি মাগুরা-২ আসনসহ মাগুরা জেলা ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ডায়ালসিলেট/এম/এ/

