ডায়ালসিলেট ডেস্ক::প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত নয়, সচেতন থাকুন। কোনো তথ্য শুনে বিশ্বাস করবেন না। আগে যাচাই করুন। গুজবে বিশ্বাস করবেন না, গুজব ছড়াবেন না।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

করোনাভাইরাসের সতর্কতাবিষয়ক এ পোস্টে সজীব ওয়াজেদ জয় কোভিড-১৯ সংক্রান্ত জরুরি প্রয়োজনের নম্বরগুলো দেন।

জাতীয় তথ্যসেবা :৩৩৩, স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩, আইইডিসিআর-১০৬৫৫। হটলাইন নম্বর ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০, ০১৩২১১৭৩৮৬৫ নম্বরগুলো উল্লেখ করেন।

তিনি বলেন, করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্যসেবা, জরুরি সহায়তা ও ভ্যাকসিন সম্পর্কিত তথ্য জানতে ডায়াল করুন ৩৩৩; এরপর অপারেটরের নির্দেশনা অনুযায়ী ১ চাপুন। করোনাভাইরাস মোকাবেলায় নিজে সতর্ক থাকুন ও অন্যকে সুরক্ষিত রাখুন।

ডায়ালসিলেট এম/১১

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *