১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

ডায়ালসিলেট ডেস্ক :: সাতক্ষীরার কলারোয়া উপজেলার এক মাংস ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামের তালতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শেখ রেজাউল (৬০) ওফাপুর গ্রামের মৃত শেখ আব্দুল গফুরের ছেলে।

নিহত শেখ রেজাউল ইসলামের ছেলে শেখ রিপন বলেন, দীর্ঘদিন ধরে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল চাঁদাবাজরা। টাকা না দেওয়ার কারণে রাতে দোকানে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। প্রথমে তারা আমাকে মারপিট করতে থাকে। এ সময় আমার বাবা বাধা দেওয়ায় তাকেও মারপিট করা হয়। এতে একপর্যায়ে বাবার মৃত্যু হয়।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ডা. ওহিদুজ্জামান বলেন, রাতে শেখ রেজাউল নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির বলেন, টাকাপয়সার বিষয় নিয়ে মারামারির ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সেখানে রেজাউল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি এবং কাউকে আটক করা হয়নি।

ডায়ালসিলেট/এম/এ/