ডায়ালসিলেট ডেস্ক::দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে শনাক্ত। মৃত্যুর মিছিল বড় হচ্ছে। বুধবার রেকর্ড ২০১ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
Thank you for reading this post, don't forget to subscribe!এমতাবস্থায় সারাদেশের সব বিভাগ ও জেলা প্রশাসনকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ এবং করোনা রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
ড. আহমদ কায়কাউস বলেন, যাদের শরীরে করোনার উপসর্গ আছে তাদের ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করতে হবে।
এ সময় মুখ্য সচিব অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ হাসপাতালগুলোতে কোভিড-১৯ শয্যা সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
ডায়ালসিলেট এম/.৯

