ডায়ালসিলেট ::সিলেটে এক দিনে সর্বোচ্চ ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে আক্রান্তের হার ৪০ দশমকি ১৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২১৬ জন, সুনামগঞ্জের ১৬ জন, মৌলভীবাজারের ৬৬ জন ও হবিগঞ্জের ৫১ জন রয়েছেন। এছাড়া- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ জন করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!একই সময়ে মৃত্যু বরণ করেছেন ৩ জন রোগী। তাদের বাড়ি সিলেট জেলায়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০৫ জনে। সিলেট বিভাগ ৫০৮ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৪৫০ জনই সিলেট জেলার।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১৩৬ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৭৮ জন।
ডায়ালসিলেট এম/১০

