ডায়ালসিলেট ডেস্ক :: প্রাণঘাতী করোনা আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৩৪ হাজার ৭০৭ জন। আর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ কোটি ৬৮ লাখ ছাড়িয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৬টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৬৮ লাখ ১২ হাজার ১৪৮ জন। একই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৪০ লাখ ৩৪ হাজার ৭০৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৮ লাখ ৭০ হাজার ৯৮৮ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাস্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার ১৯১ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ২২ হাজার ৬৯১ জন।
ডায়ালসিলেট/এম/এ/

