নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ সময় আজ রবিবার (১১জুলাই) ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। বহু প্রতীক্ষিত সেই ফাইনাল খেলার দুই দেশের ফুটবলভক্তের মনেই ভিড় করছে। লাতিন আমেরিকার ‘সুপার ক্লাসিকো’ সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। এ নিয়ে টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে উঠলো সেলেসাওরা। আগেরবার ২০১৯ সালে ঘরের মাঠের আসরে ফাইনালে এই পেরুকে হারিয়েই শিরোপা উদযাপন করেছিল তিতের দল। শিরোপা ধরে রাখতে এবারও তারা নেমেছে ঘরের মাঠে।

ব্রাজিল ফাইনাল নিশ্চিত করার পর ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার। কারণ আলবিসেলেস্তেরা সেমিফাইনালের চৌকাঠ পেরোলেই দেখা মিলবে ফুটবল উত্তেজনার অন্যতম সেরা দ্বৈরথের। কলম্বিয়ার বিপক্ষে শেষ চারের লড়াইয়ে লিওনেল মেসিরা নির্ধারিত সময় ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৩-২ গোলের জয়ে পা রাখে ফাইনালে।

এখন সাড়াবিশ্বের ফুটবল ভক্তরা থাকিয়ে আছে এবারের ফাইনালে চ্যাম্পিয়ন কে হবে ব্রাজিল না আর্জেন্টিনা।আজ ভোরে সেটি নির্ধারণ করা হবে দু দলের সেরাটা দেখাবে মাঠের ময়দানে। তবে বাংলাদেশের অনেকেই বলছেন ব্রাজিলের ঘরেই ধরা দিবে চ্যাম্পিয়ন ট্রপি ।তবে ব্রাজিল ৫-০ গোলে আর্জেন্টিনা হারাবে এমনটাই ভাবছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *