ডায়ালসিলেট ডেস্ক::সিলেটে করোনাভাইরাস হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। শহর-বন্দর, গ্রামে-গঞ্জে একই অবস্থা। একসময় করোনা ছিল শহরকেন্দ্রিক।এখন তা ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলে। এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০২জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭জন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় পরিচালক ডা.সুলতানা রাজিয়া।

জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০২ জন। এর মধ্যে সিলেট জেলারই ২১৫ জন, সুনামগঞ্জে ৮৮ জন, মৌলভীবাজারে ১৪২ জন ও হবিগঞ্জ জেলার ৮৭ জন রয়েছেন। এছাড়াও সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৭০ জন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৩ জনে। সিলেট জেলার ১৯ হাজার ৩৮২ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৩৩০ জন, মৌলভীবাজারের ৩ হাজার ৬৬১ জন ও হবিগঞ্জ জেলার ৩ হাজার ১৭০ জন রয়েছেন।

একই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ১৪০ জন। এদের মধ্যে ১০৫ জন সিলেটের, ৫ জন সুনামগঞ্জের, ২৭ জন মৌলভীবাজারের ও ৩ জন হবিগঞ্জের বাসিন্দা। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭২ জন। এদের মধ্যে সিলেটের ১৭ হাজার ৫৭ জন, সুনামগঞ্জের ২ হাজা র৮৭৫ জন, মৌলভীবাজারের ২ হাজার ৮০৮ জন ও হবিগঞ্জের ২ হাজার ১৩২ জন রয়েছেন।

এদিকে এই দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। তারমধ্যে সিলেট জেলারই ৬ জন। সুনামগঞ্জ জেলার ১জন।

এ নিয়ে মারা গেছেন ৫২৪ জন। এদের মধ্যে সর্বোচ্চ ৪২৫ জন সিলেট জেলার বাসিন্দা ছিলেন। এছাড়া সুনামগঞ্জের ৩৭ জন, মৌলভীবাজারের ৪০ জন ও হবিগঞ্জ জেলার ২২ জন মারা গেছেন।  বর্তমানে সিলেট বিভাগের ৩১৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

ডায়ালসিলেট এম/৩

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *