মৌলভীবাজার প্রতিনিধি :: করোনা মহামারীতে রোগীর অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ব্যাক্তিগত উদ্যোগে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন বাংলাদেশ পরিবেশ ও বন মন্ত্রী আলহাজ্ব মো: শাহাব উদ্দিন এমপি।

Thank you for reading this post, don't forget to subscribe!

রবিবার দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। পরিবেশ ও বন মন্ত্রীর পক্ষে পৌর মেয়র ফজলুর রহমান ও সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এ সব অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিক এর কাছে হস্তান্তর করেন।

এ সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলায় করোনার উর্ধ্বগতির সময় পরিবেশ ও বন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি ব্যাক্তিগত উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় হাসপাতাল কর্তৃপক্ষ ধন্যবাদ জানান ।

নতুন যুক্ত ১৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মোট অক্সিজেন সিলিন্ডার হলো ২৭০টি। যা রোগীদের অক্সিজেন সংকট নিরসনে উপকারে আসবে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *