ডায়ালসিলেট ডেস্ক :: নোয়াখালীর কবিরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে বসা গরু বাজার বন্ধ করতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ব্যবসায়ীরা। সোমবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম চিরিঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান হামলা ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ব্যাপারে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ে হচ্ছে। তাদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

কবিরহাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা আক্তার জানান, চলমান লকডাউনে সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে অবৈধভাবে গরু বাজার বসানোর খবর পেয়ে নবগ্রাম চিরিঙ্গা বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস অভিযান চালান। এসময় ম্যাজিস্ট্রেটের সরকারি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে কিছু ব্যবসায়ীরা। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ইউএনও।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *