স্পোটর্স ডেস্ক:হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকান গ্রেট ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেও খেলছেন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট। এবারের বঙ্গবন্ধু বিপিএলের মাঝপথে হাশিম আমলাকে দলে টেনেছে খুলনা টাইগার্স।

বিপিএলের সিলেট পর্ব খেলতে এসেছে খুলনা টাইগার্স। আজ বৃহস্পতিবার তারা সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন করে। সেখানে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন হাশিম আমলা।

নিজের ক্রিকেট ক্যারিয়ার, বাংলাদেশে আসা এসবের পাশাপাশি আমলা কথা বলেন নিজের ধর্ম বিশ্বাস তথা ইসলাম নিয়েও।
প্রথমবার বিপিএল খেলতে আসা হাশিম আমলা বলেন, ‘বাংলাদেশে আসতে বরাবরই খুব ভালো লাগে। আগেও বেশ কয়েকবার এসেছি। এখানকার আবহ ভালো। ক্রিকেটিয় সংস্কৃতি দুর্দান্ত, মাঠ সবসময়ই প্রাণবন্ত থাকে। এখানে আসতে আগ্রহী ছিলাম। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে বিপিএল অন্যতম। এটার আলাদা স্বাদ আছে। সেই অভিজ্ঞতা নেওয়ার জন্য মুখিয়ে আছি আমি।’

আবুধাবিতে টি-টেন টুর্নামেন্ট খেলার পর গেল মাসে দোহায় টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট খেলেন আমলা। এরপর এখন এসেছেন বিপিএলে।

‘অবসরের পর সময় ছিল অনেক। টি-টেন ক্রিকেট খেললাম। খুলনা টাইগার্সের সঙ্গে যোগাযোগ হলো, তারা জানতে চাইল আমাকে পাওয়া যাবে কিনা। সৌভাগ্যবশত এখন সময়টা ফাঁকা ছিল, তাই চলে এসেছি।’-যোগ করেন আমলা।

ক্রিকেট চালিয়ে যাওয়ার সাথে সাথে ধর্মচর্চা নিয়েও সমান সচেতন হাশিম আমলা। দুটো কিভাবে সামঞ্জস্য রেখে চলেন, এমন প্রশ্নে সপ্রতিভ আমলা বলেন, ‘এরকম প্রশ্ন আমি অনেক শুনেছি। প্রকৃতপক্ষে ইসলাম খুব সহজ ধর্ম। আমি এই ধর্ম মানি, আপনারা জানেন। এটাকে ব্যাখ্যা করা কঠিন। সবকিছু একসাথে মেলানো যাবে না।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *