ডায়ালসিলেট ডেস্ক;:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর পূর্বপল্লী থেকে ১৫টি ডিমসহ খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!১৪ জুলাই রাতে বন বিভাগের বন্যপ্রাণী ইউনিট এর শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম নেতৃত্বে ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব Stand For Our Endangered Wildlife টিম (SEW) ফাউন্ডার খোকন সিংহ ও সোহেল শ্যামের সহযোগীতায় ১৫টি ডিমসহ বিষধর খৈয়া গোখরা সাপটি উদ্ধার করা হয়।
বন্য প্রাণী বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলেও ডিমগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
আরও বলেন, ডিম গুলো থেকে বাচ্চা ফুটানোর পর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
ডায়ালসিরেট এম/৫

