ডায়ালসিলেট ডেস্ক::হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া বাজারের ১টি গুদাম থেকে ভিজিএফের ৭৭২ কেজি চাল উদ্ধার ও একজনকে আটক করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!হবিগঞ্জ সদর থানার এস আই আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে পুলিশ লোকড়া বাজারে অভিযান চালিয়ে ভিজিএফের ১৬ বস্তা চাল উদ্ধার করে।
এসময় হাছন আলী (৪৫) নামের একজনকে আটক করা হয়। সে ঐ গ্রামের শিরিষ আলীর ছেলে।
পরবর্তীতে ওই মালিকের বাড়ি থেকে খাদ্যগুদামের সিলমারাসহ ১৭টি খালি বস্তা জব্দ করা হয়।আটককৃত হাছন আলীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।
ডায়ালসিলেট এম/৬

