ডায়ালসিলেট ডেস্ক :: রাশিয়ার নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ নিয়ে নানা জল্পনা কল্পনার পর সেই যাত্রীবাহী বিমান সাইবেরিয়ার শহর টমস্কের বাইরে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হওয়ার পর আবারও ফিরে এসেছে। এটি রানওয়েতে নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী বেঁচে আছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!এমন তথ্যটি নিশ্চিত করে দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার আন্তোনভ আন-২৮ বিমানটিতে মোট ১৯ জন যাত্রী ছিলেন এবং সবাই বেঁচে আছেন।
আজ শুক্রবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে এসআইএলএর দ্বারা পরিচালিত ফ্লাইটটি টমস্ক অঞ্চলের কেদারোভি শহর থেকে আঞ্চলিক রাজধানীতে যাওয়ার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায়। পরে এটিকে খুঁজতে হেলিকপ্টার পাঠানো হয়।
সূত্র: রয়টার্স।

