চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আলী আকবর চৌধুরীর নির্বাচনী প্রচারনা

প্রকাশিত: ৫:১০ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২১

চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আলী আকবর চৌধুরীর নির্বাচনী প্রচারনা

ডায়ালসিলেট ডেস্ক :: কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউপি’র আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক আলী আকবর চৌধুরী কোহিনূরের গণসংযোগ অব্যাহত রয়েছে।

শুক্রবার বিকেলে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাওয়াদারী ও লক্ষ্মীপুর গ্রামে তিনি গণসংযোগ করেন। এসময় তিনি ওই দুই গ্রামের ঘরে ঘরে গিয়ে সকলে সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন। স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী প্রচারনা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

সিলেট জেলা প্রেসক্লাব’র সাবেক কার্যনির্বাহী সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী আকবর চৌধুরী কোহিনূর গত কয়েক বছর ধরে ইউনিয়নে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড চালিয়ে আসছেন।

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি সরকার দলের মনোনয়ন প্রত্যাশা করছেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ