ডায়ালসিলেট ডেস্ক:: হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের গড়েরপাড় গ্রামে রুমানা আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের বড় বোনকে আটক করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (১৯ জুলাই) বিকেলে সিলেট এমএজি ওসমনানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমানা মারা যায়। রুমানা গড়ের পাড় গ্রামের গফুর আলীর মেয়ে ও দক্ষিণ পইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে রুমানার বড় বোন মানসিক ভারসাম্যহীন শাবানা বেগম (২০) রুমানাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রুমানা মারা যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, শাবানার দায়ের কোপে রুমানার মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে। শাবানাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। রাত পৌনে ১২টা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।
ডায়ালসিলেট এম/৩

