নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন। আজ রোববার বেলা ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
Thank you for reading this post, don't forget to subscribe!ইসরাইল হোসেন সিলেট-৩ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন। পেশাগত দিক থেকে তিনি বিভিন্ন সময়ে জনসাধারণকে সহযোগিতা করেছেন। তিনি ছিলেন একজন হাস্যজ্জ্বল মানুষ এবং মিডিয়া বান্ধব। একজন সাধারণ মানুষ তার ব্যক্তিগত নির্বাচনী বা নিজের পরিচয়পত্র সংশোধন করতে সহযোগিতা চাইলে তিনি তাদের খুব সহজেই সমস্যা সমাধান করে দিতেন।
প্রায় ২০ দিন আগে মো. ইসরাইল হোসেন করোনায় আক্রান্ত হন। তিনি যখন করোনায় আক্রান্ত হন, তখন তিনি সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তারপর মো. ইসরাইল হোসেনকে ঢাকার আনা হয় চিকিৎসার জন্য। সঙ্গত কারণেই তখন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম. কাজী এমদাদুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়।
ইসরাইল হোসেন ছাড়াও ওই সময় আরো বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হন তাদের মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়ছল কাদের, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শুক্কুর মাহমুদ, জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত ও বালাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেনসহ আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।
তবে আজ দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভায় সিইসি কে এম নূরুল হুদা বলেন, ‘দেশের সংবিধান অনুযায়ী শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার বিধান রয়েছে। তাই এ কঠিন সময়ের মধ্যেও নির্বাচন করতে হচ্ছে। করোনায় বিধিনিষেধ মানতে সর্বোচ্চ সতর্কতা পালনে দায়িত্বশীলদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
এদিকে, করোনাভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যেই আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন চলমান কঠোর বিধিনিষেধের আওতামুক্ত থাকবে বলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছে। যদিও এই নির্বাচন বন্ধ করার জন্য এরই মধ্যে সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবী সিইসিকে আইনি নোটিশ পাঠিয়েছে।

