বিনোদন ডেস্ক::নিজেকে পশুর সঙ্গে তুলনা করলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। এছাড়া প্রত্যেকের মধ্যেই একটি পশু বাস করে বলেও মন্তব্য করেন তিনি। ইনস্টাগ্রামে অভিনেত্রী এমনটা জানান। পথের ধারে সাজানো বিশাল আকারের ব্যাঙের মূর্তি। তার পাশেই হলুদরঙা বিকিনি পরে বসে অভিনেত্রী। উপরে গোলাপি শার্ট জড়ানো। ব্যাঙের ভঙ্গিমায় বসে থাকা অভিনেত্রীর দাবি, প্রত্যেকের মধ্যেই একটি পশু বাস করে। আমি ব্যাঙের মতো। আপনি? সত্যিই রাধিকার সঙ্গে মিল রয়েছে পাশে সাজানো ব্যাঙের মূর্তির? জানা নেই। তবে অভিনেত্রীর অভিনব ভাবনা নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়ে বসেছেন দেড় লক্ষ নেটাগরিক। কেউ পাল্টা মজা করেছেন, অনেক দিন ধরেই তিনি ভাবছেন রাধিকার সঙ্গে কার যেন মিল রয়েছে। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। তাই বিষয়টি অভিনেত্রীর উপরেই ছেড়ে দিয়েছিলেন। কেউ নতুন নামই দিয়ে ফেলেছেন রাধিকার, ‘ফ্রগ আপ্তে’! জনৈক নেটাগরিক অভিনেত্রীর তালে তাল মিলিয়ে জানিয়েছেন, ওই নেটাগরিককে নাকি পুরুষ হাঁসের মতো দেখতে।

ডায়ালসিলেট এম/৩

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *