মৌলভীবাজারে দেশীয় পাইপগান ও ৬ রাউন্ড গুলিসহ ডাকাত আটক

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

মৌলভীবাজারে দেশীয় পাইপগান ও ৬ রাউন্ড  গুলিসহ ডাকাত আটক

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চঞ্চল্যকর ডাকাতির ঘটনায় পুলিশের তৎপরতায় এক ডাকাত সরদারকে অস্ত্রসহ আটক করে পুলিশ।

বুধবার ২৮ জুলাই দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এক সংবাদ সম্মেলনের মধ্যেমে এ তথ্য জানান।

আটককৃত ডাকাত সরদারের নাম মিলাদ মিয়া (৩০)। মিলাদ মিয়া রাজনগর উপজেলার সালন গ্রামের তরিক মিয়ার ছেলে।

পুলিশ সুপার জানান,কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের শালন গ্রামে গত ১৬ জুলাই ডাকাতরা বসত ঘরের কলাপসিবল গেইটের তালা এবং দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাড়ীর লোকজনদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ সর্বমোট ১১,৫৬,৬০০/- (এগার লক্ষ ছাপান্ন হাজার ছয়শত) টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এসময় ডাকাতের কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও ৬ রাউন্ডি গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর কুলাউড়া থানায় মামলা হলে মূল ডাকাত মিলাদ সহ সাত ডাকাতকে আটক করা হয়।

0Shares