স্পোর্টস ডেস্ক::টোকিও অলিম্পিকে সোনাও জিতলেন, গড়লেন বিশ্বরেকর্ডও। একসঙ্গে দুই আনন্দের উল্লাস পুলের পানিতেই উদযাপন করলেন দক্ষিণ আফ্রিকার সাঁতারু  তাতানা শোয়েনমেকার।

সাঁতার শেষে টাইমিংয়ে তাকিয়ে নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না তাতানা।

২ মিনিট ১৮.৯৫ সেকেন্ড! অলিম্পিকে ওই ইভেন্টে এতদিন ধরে সবচেয়ে কম সময়ের রেকর্ডটি ছিল ২ মিনিট ১৯.১১ সেকেন্ড। বার্সেলোনায় ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেই বিশ্বরেকর্ড গড়েছিলেন ডেনমার্কের রিকে মোলের পেডেরসেন।

বৃহস্পতিবার  ৮ বছর অক্ষুণ্ন সেই রেকর্ড ভেঙে দিলেন তাতানা। এমন রেকর্ড গড়ে খুশিতে পুলের পানিতেই তার চোখের নোনাজল ভেসে গেল।

তাতানার আরেকটি বড় অর্জন। টোকিও অলিম্পিকে দক্ষিণ আফ্রিকার এটিই প্রথম সোনার পদক জয়, যা এলো তাতানার হাত ধরে।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *