প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক:: দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের করসনা গ্রামের সেনোপাড়ায় র্পুব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসী হামলায় মহিলা শিশুসহ ৩ জন গুরুত্বর আহত হয়েছেন। পরে স্থানয়ীরা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, রফিজা বেগম, তার স্বামী শেখ সমুজ আলী ও ছেলে শেখ মোস্তাকিন আলী। এ ব্যাপারে শেখ মোস্তাকিন আলী বাদী হয়ে শেখ আরশ আলীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী শেখ মোস্তাকিন আলী ও তার পরিবারের সাথে আপন চাচাত ভাই শেখ আরশ আলী গংদের সাথে মোরশী জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিবাদীগন সঙ্গবদ্ধ হয়ে দা, চুরি, লাটি সহ নিয়ে গত সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে রফিজা বেগম ও তার পরিবারের উপর হামলা করে গুরুত্বর জখম করে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ২ জনকে আটক করা হয় বলে জানান দক্ষিণ সুরমা থানার এস আই লোকমান হোসাইন।
শোর চিৎকার শুনে তাঁর স্ত্রী রফিজা বেগম, ও ছেলে মোস্তাকিন তাঁকে রক্ষার জন্য ছুঁটে আসলে বিবাধীরা তাদের উপর হামলা চালিয়ে মারধর করে গুরত্বর জখম করে। এবং স্ত্রী ও মেয়ের শ্লীলতাহানী করার চেষ্টা করে। মালামাল ভাংচুর করে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন। এ বিষয়ে দক্ষিণ সুরমার থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech