ডায়ালসিলেট ডেস্ক::দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৬৩৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৩ লাখ ৯ হাজার ৯১০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১১২ জন এবং এখন পর্যন্ত  ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৭০৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৯০২টি নমুনা সংগ্রহ এবং ৪৯ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *