পরীমনি আটক নেয়া হয়েছে র‌্যাব সদর দপ্তরে

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১

পরীমনি আটক নেয়া হয়েছে র‌্যাব সদর দপ্তরে

ডায়ালসিলেট ডেস্ক :: ঢাকাই সি‌নেমার আলোচিত জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে তার বাসায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দপ্তরে নেওয়া হচ্ছে।

আজ বুধবার বিকেল ৪টার দিকে বনানীতে তার বাসায় অভিযান শুরু হয়। পরে রাত ৮টার পর তাকে বাসা থেকে বের করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দপ্তরে নেওয়া হয়েছে অভিনেত্রী পরীমনিকে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। অভিযানের সময় পরীমনির বাসা থেকে আরও দুজনকে আটক করা হয় ।অভিযানের সময় পরীমনির বাসায় বিপুল পরিমাণ মাদক পাওয়া যায়।

এর আগে, গত জুন মাসের প্রথম সপ্তাহে ফেসবুক লাইভে পরীমনি নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ তুললে সামাজিক যোগাযোগমাধ্যম বেশ আলোচিত হয়ে ওঠে।

উল্লেখ্য, অভিযান শুরুর আগে পরীমনির বাসার গেটের বাইরে র‌্যাবের সদস্যরা অবস্থান নেন। প্রথমে বাসার গেট খুলতে চাননি পরীমনি। পরে র‌্যাব সদস্যদের পরিচয় জানতে পেরে বাসার গেট খুলে দেন তিনি। এরপর র‌্যাব সদস্যরা তার বাসার ভেতরে প্রবেশ করেন। এ সময় সেখানে বিপুল পরিমাণ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

0Shares