ডায়ালসিলেট ডেস্ক::হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জাহেদ চৌধুরীর মালিকানাধীন কাঠের মালামাল তৈরির কারখানা থেকে বিজয় গোপ (২২) নামে এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার হাসপাতাল সড়কের ওই কারখানা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বিজয় গোপ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত দবুদ গোপের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার কারখানায় কাজ করতে আসেন বিজয় গোপ। রাতে কারখানায় অবস্থান করেন। সকালে কারখানার আড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখেন সহকর্মীরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
ডায়ালসিলেট এম/

