সিলেটে মৃতের সংখ্যা বেড়ে ১৬জন

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১

সিলেটে মৃতের সংখ্যা বেড়ে ১৬জন

নিজস্ব প্রতিবেদক :: গত ২৪ ঘন্টায় সিলেটে  করোনায় মৃত্যুবরণ করেছেন ১৬ জন এবং এতে আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন ।

আজ শুক্রবার  সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে মৃত্যুবরণকারী করোনয় রোগীদের সিলেটে ১৩জন ও হবিগঞ্জে ২জন এবং মৌলভীবাজারের ১জন। ২৪ ঘন্টায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ৭৫৮জন। এর মধ্যে সিলেট  জেলার ৪৬৫জন, সুনামগঞ্জ জেলায় ৫১জন, হবিগঞ্জ জেলায় ৫১ এবং মৌলভীবাজার জেলায় ১৯১জন। এতে মোট সুস্থ হয়েছেন ২৭৫জন।

এছাড়া করোনায় মোট ১হাজার ৯৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৫৮জনের করোনা পজেটিভ ধরা পরে। যার হার ৩৮.৫৪% ।

সিলেটবিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ২১৯জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৫৮৫ জন, সুনামগঞ্জে ৫ হাজার ১১৩, হবিগঞ্জে ৫ হাজার ৩০০ ও মৌলভীবাজার জেলায় ৬ হাজার ২২১ জন এবং সুস্থ হয়েছেন ৩২হাজার ৫০১জন।

করোনায় মোট  মৃত্যুবরণ করেছেন ৭৭৭জন রোগী। এর মধ্যে সিলেটে ৬২২জন, সুনামগঞ্জে ৫৫জন, হবিগঞ্জে ৩৮জন এবং মৌলভীবাজারে ৬২জন মৃত্যুবরণ করেন।

0Shares