ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২১

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

ডায়ালসিলেট ডেস্ক:: সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ। তিনি জানান, এ বিষয়ে দ্রুতই বিজ্ঞপ্তি আকারে জানানো হবে।

সুমন কেন্দ্রীয় যুবলীগের আইন সম্পাদক ছিলেন।

তাকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘সে বারবার ফেইবুক লাইভে এসে আমাদের সংগঠন বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে আসছিল। আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ গিয়েছিলাম কিন্তু সে জবাব দেয়নি। এসব কারণে তাকে অব্যাহতির দেয়া হয়েছে।’

ডায়ালসিলেট এম/

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ