প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক:: ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ১৯ লাখ ৩৪ হাজার ৪৫৫।
২৪ ঘন্টায় মারা গেছেন ৪৯১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৪ লাখ ২৭ হাজার ৮৬২। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ রোববার তাদের আপডেট তথ্যে এ কথা জানিয়েছে বলে খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। স্থানীয় সময় সকাল ৮টায় মন্ত্রণালয় থেকে এ ডাটা প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ২৪ ঘন্টায় সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৬ হাজার ৮২২তে।
দেশজুড়ে করোনা থেকে সুস্থ হওয়ার হার শতকরা ১.২৯ ভাগ উন্নতি লাভ করেছে।সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ৫৩৩১। শনিবার পুরো ভারতে ১৭ লাখ ২২ হাজার ২২১ জনের করোনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট পরীক্ষা করা হয়েছে ৪৮ কোটি ৩৯ হাজার ১৮৫ জনের।
এতে আরো বলা হয়, এখন পর্যন্ত দেশজুড়ে ৫০ কোটি মানুষকে করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে। এখনও তাদের হাতে আছে ২ কোটি ২৯ লাখ ডোজ টিকার মজুদ।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech