প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: করোনায় আক্রান্ত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর সুস্থ্যতা কামনা করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটি।
রোববার (৮ আগস্ট) ড্যাব কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডাঃ মোহাম্মদ ফখরুজ্জামান সাক্ষরিত এক বিবৃতিতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ ও সম্মানিত মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম তাঁর আশু রোগমুক্তি ও সুস্থ দীর্ঘায়ু কামনা করেছেন। তাঁরা ড্যাব এর সর্বস্তরের নেতা-কর্মীদের ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর রোগমুক্তির জন্য দোয়া করেছেন। মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন।
এদিকে ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাকিলুর রহমান বলেন, অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী গত কিছুদিন ধরে মৃদু সংক্রমনে ভুগছিলেন, আজ ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর করোনা পরীক্ষা করানো হলে তার পজিটিভ রিপোর্ট আসে। তাৎক্ষনিক কভিড ১৯ চিকিৎসকদের পরামর্শে উনাকে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের কভিড আইসোলেশন ইউনিটের কেবিন ব্লকে ভর্তি করে চিকিৎসা সেবা প্রধান করা হচ্ছে।
বর্তমান উনার অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। যেহেতু তিনি হাইপারটেনশনের রোগী তাই থাকে নিয়ে চিকিৎসকরা সতর্ক অবস্থানে রয়েছেন। ইনশাআল্লাহ, আমরা আশা করছি উনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech